সুন্দর ত্বক সবার কাম্য, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকেও বয়সের ছাপ পড়ে। বয়সের সঙ্গে কমে যায় ত্বকের প্রোটিন কোলাজেন, যার ফলে ত্বক শিথিল হয় এবং বলিরেখা দেখা দেয়। শুধু বয়সই নয়, দূষণ আর সূর্যের ক্ষতিকর রশ্মিও ত্বকে বার্ধক্যের প্রভাব ফেলে। তাই ত্বকের যত্নে নিয়মিত ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজিং যেমন জরুরি, তেমনই মাঝে মাঝে দরকার হয় বিশেষ যত্নের। আর এ ক্ষেত্রে উপকারী হতে পারে একটি প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ ঘরোয়া মাস্ক।
এই মাস্ক তৈরিতে ডিম, যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে, মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। ডিমের সাদা অংশে রয়েছে লিউটিন আর অ্যালবুমিন প্রোটিন, যা ত্বক টানটান রাখতে অত্যন্ত কার্যকর। এখন জেনে নিই এই ঘরোয়া মাস্কের পুরো রেসিপি:
উপকরণ:
১. একটি ডিমের সাদা অংশ
২.১ চা-চামচ মধু
৩.১ চা-চামচ লেবুর রস
৪. আধ চা-চামচ অলিভ অয়েল
৫.আধ চা-চামচ অ্যালো ভেরার শাঁস
৬.আধ টেবিল চামচ গ্রিন টি
৭.এক চিমটে হলুদ
৮.১ টেবিল চামচ টক দই
প্রস্তুত প্রণালী:
প্রথমে সব উপকরণ একটি পাত্রে ভালো করে মিশিয়ে ক্রিমের মতো ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর মুখ পরিষ্কার করে মিশ্রণটি ত্বকে লাগান। হালকা হাতে পাঁচ মিনিট মালিশ করে নিন এবং ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
উপকারিতা:
এই মাস্কের মধু, অ্যালো ভেরা, হলুদ আর টক দই ত্বককে করে তোলে দাগহীন, মসৃণ এবং উজ্জ্বল। এতে ত্বক হবে আরও পেলব ও সুন্দর। নিয়মিত ব্যবহারে ফিরে আসবে ত্বকের হারানো লাবণ্য।
জেডএস/