জাতীয়

মেট্রো স্টেশনে ‘একক যাত্রা’র নতুন কার্ড

বায়ান্ন প্রতিবেদন

একক যাত্রা’ টিকিটের নতুন ডিজাইন ছবি: সংগৃহীত

যাত্রী পরিবহনে মেট্রো রেলের ‘একক যাত্রা’ টিকিটের নতুন ডিজাইন তৈরি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পক্ষ থেকে যাত্রীদের জন্য লাইনে দেয়া হয়েছে নতুন কার্ডের ডিজাইন করা কার্ডগুলো। 

ডিএমটিসিএলের পরিচালক নাসির উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

এই মাসে ২০ হাজার নতুন কার্ড এসেছে এবং আগামী ডিসেম্বরে আরও ২০ হাজার কার্ড আসবে। ধাপে ধাপে এভাবে আরও নতুন কার্ড আনা হবে। নতুন ডিজাইনের কার্ডগুলো জাপান থেকে এয়ার মেইলে আনা হয়েছে। সফটওয়্যারে রি-ইনিশিয়ালাইজড করার পর কার্ডগুলো স্টেশনগুলোতে দেয়া হচ্ছে।

এর আগে, গেলো ১৪ অক্টোবর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক একক যাত্রার টিকিট বাইরে নিয়ে যাওয়া দণ্ডনীয় অপরাধ বলেও উল্লেখ করেন। একক যাত্রার অনেক টিকিট ব্যবহার না করে যাত্রীরা বাইরে নিয়ে যাচ্ছেন, যা স্টেশনে টিকিট সংকট তৈরি করছে। তিনি যাত্রীদেরকে এসব কার্ড নিকটবর্তী স্টেশনে জমা দিতে অনুরোধ করেন, যাতে আর্থিক ক্ষতি কমানো যায়।

স্টেশন কর্মীরা জানান, টিকিট সংগ্রহের প্রক্রিয়ায় কিছু সময়ক্ষেপণ হচ্ছে, কারণ গেটে পর্যাপ্ত টিকিট জমা হওয়ার পরই সেগুলো ভেন্ডিং মেশিনে প্রক্রিয়াজাত করা সম্ভব। এতে টিকিট সংকট এবং যাত্রীদের ভোগান্তি অনেকটাই বেড়ে যায়। নতুন ডিজাইনের কার্ড দিয়ে যাত্রীদের জন্য এই সমস্যাগুলো সহজ করার চেষ্টা চলছে।

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন মেট্রোরেল