জাতীয়

ট্রাম্পের পদক্ষেপ দেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আরও দুই মাস পর ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন এরপর উনি কী কী পদক্ষেপ নেন, সে অনুযায়ী বাংলাদেশ পদক্ষেপ নেবে। উনি তো বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে অথবা খারাপ হবে

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোন দলের ভিত্তিতে হয় না। যেসব বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের সঙ্গে আলাপ চলছিল, তাদের যে চাওয়া ছিল, দেনদরবার হচ্ছিল, সেগুলো কিন্তু পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশ নিয়ে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন দেখা যাবে।

জাতিসংঘের সন্ত্রাসবাদ দমন  সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ তার অবস্থান আবারও পরিষ্কার করেছেবাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। সেই সঙ্গে বাংলাদেশ এটিও বলেছে যে সন্ত্রাসবাদের যে মূল কারণ, সেটি যদি দূর না করা হয়, তাহলে সম্মেলন করে কাজ হবে না। সন্ত্রাসবিরোধী কার্যক্রম বাড়ছে। একই সঙ্গে সন্ত্রাসী হামলার সংখ্যাও বাড়ছে। তার মানে যে কার্যক্রমগুলো নেওয়া হচ্ছে তা কাজে লাগছে না।

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন পররাষ্ট্র উপদেষ্টা