খেলাধুলা

মাঠের ঘটনাকে কেন্দ্র করে নিষেধাজ্ঞায় জোসেফ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আলজারি জোসেফকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে উইন্ডিজ অধিনায়ক শাই হোপের সঙ্গে মাঠের ভেতরেই ক্ষোভ ঝাড়েন জোসেফ। এক পর্যায়ে মাঠ থেকেই বের হয়ে যান এই ক্রিকেটার।

এই ঘটনার ফলশ্রুতিতে জোসেফকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উইন্ডিজ বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিবৃতিতে জানা যায়, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) ফাস্ট বোলার আলজারি জোসেফকে তৃতীয় ওডিআই ম্যাচে মাঠের ঘটনাকে কেন্দ্র করে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

বোর্ড আরও জানিয়েছে, জোসেফের এই ঘটনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পেশাদারিত্বের লঙ্ঘন।

ইংল্যান্ড ইনিংসের চতুর্থ ওভার চলছে তখন। টসে হেরে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ডের রান ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১০। হোপের কোনো একটা সিদ্ধান্ত পছন্দ হয়নি জোসেফের। কি যেন ইশারা করেও দেখাচ্ছিলেন এই পেসার। ধারাভাষ্যকার ততক্ষণে আন্দাজ করে নিয়েছেন জোসেফ অখুশি। দেখে মনে হচ্ছিল অধিনায়কের ফিল্ডিং সেট-আপ নিয়ে অসন্তুষ্টি ছিল তার।

চতুর্থ ওভারের চতুর্থ বলে জর্ডান কক্সের উইকেট তুলে নেন জোসেফ। দারুণ এক উইকেট তুলে নেয়ার পরও তেমন কোনো উদযাপনে দেখা যায়নি তাকে। সেসময় একাদশের বাইরে থাকা উইন্ডিজ ক্রিকেটাররা মাঠে ঢুকে পড়লে, তাদের ওপরও ক্ষোভ দেখিয়েছেন জোসেফ।

ওভারটি শেষ করে মাঠ থেকে বেরিয়ে যান এই উইন্ডিজ ক্রিকেটার। কোচ ড্যারেন স্যামি চেষ্টা করেও তাকে মাঠে রাখতে পারেননি। এক ওভার পর আবারও মাঠে নামেন জোসেফ। ইনিংসের ১২তম ওভারে তিনি বল করতে আসেন। সবমিলিয়ে ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আলজারি জোসেফ | ওয়েস্ট ইন্ডিজ