ভারতের কানপুরে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ। সেই ম্যাচের পরিবেশ, আউটফিল্ড প্রায় সবকিছু নিয়েই সেসময় সমালোচনা হয়েছিল। বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে পাঁচ দিনের টেস্ট ম্যাচের বেশির ভাগ দিন খেলা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এবার রেটিং দেয়া হয়েছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামকে। এই মাঠের আউটফিল্ড ‘অসন্তোষজনক’ বিবেচনা করেছে আইসিসি। এছাড়াও ১ টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে মাঠটির সাথে।
বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। এরপর দ্বিতীয় ও তৃতীয় দিন একেবারেই বল গড়ায়নি মাঠে। তৃতীয় দিনের পুরোটা সময় ভেজা আউটফিল্ড আর ব্যবস্থাপনা ভালো না থাকাতেই মূলত খেলা সম্ভব হয়নি।
সবমিলিয়ে আড়াই দিনের বেশি সময় খেলা হয়নি কানপুর টেস্ট। তবে ম্যাচটি ভারত জিতে নিয়েছিল ৭ উইকেটে।
এম এইচ//