চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন প্রযোজক সিমি ইসলাম। সিমির অভিযোগ, অপু বিশ্বাস এবং তার ইউটিউব চ্যানেলের ম্যানেজার জাহিদুল ইসলাম তাদের চ্যানেলটি হ্যাক করেছেন। এই ঘটনায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকেও আসামি করা হয়েছে। গেলো ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের হয়, যার নম্বর ১১৩৬। আদালত তদন্তের দায়িত্ব তেজগাঁও থানাকে দিয়েছেন এবং ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।
এই খবর প্রকাশ্যে আসার পর অপু বিশ্বাস স্পষ্টভাবে বলেন, 'আবার মামলা কিসের! এই মহিলাকে নিয়ে আর পারি না। সবকিছুই তো তাকে দিয়ে দেওয়া হয়েছে, আবার মামলা কিসের!' তিনি এই মামলা সম্পর্কে সম্পূর্ণ অজানা বলে দাবি করেন এবং বলেন, 'এসব তো ফাজলামি ছাড়া আর কিছু না।'
অন্যদিকে, সিমি ইসলামের মামলায় দাবি করা হয়েছে যে, হিরো আলমের মাধ্যমে অপু বিশ্বাস সিমি ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন। এই প্রসঙ্গে অপু জানান, 'হিরো আলমের সঙ্গে আমার কোনো সক্ষতা নেই, তাকে ঠিকমতো চেনাও না। সিমি যা বলছেন, সেটা মনগড়া কথা। আমার আস্থা রয়েছে সরকার এবং আইনের প্রতি। টাকা কোথায় দিয়েছেন বা কেন দিয়েছেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।'
এছাড়াও,অপু বিশ্বাস তার ইউটিউব চ্যানেলটি সরাসরি পরিচালনা করেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, 'আমার চ্যানেল অন্য একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। ইউটিউব চ্যানেলটির মালিকানা আমার, তবে আমি ব্যক্তিগতভাবে এটি নিয়ন্ত্রণ করি না।'
জেডএস/