খেলাধুলা

আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজটা ভালো যায়নি বাংলাদেশের জন্য। গত বছর জুলাইয়ে হওয়া সেই সিরিজে ঘরের মাটিতে ২-১ এ হেরেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে আছে সম্ভাবনা আবার অনিশ্চয়তাও।

সংযুক্ত আরব আমিরাতে চলমান সিরিজ এখন ১-১ সমতায়। আজ, ১১ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে আফগানিস্তান জিতেছে ৯২ রানে। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় আসে ৬৮ রানে। দুই ম্যাচেই টসের ব্যাপারটা গুরুত্বপূর্ণ ছিল।

প্রথম ম্যাচে আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল টসে জিতে আগে ব্যাট করে। দ্বিতীয় ইনিংসে প্রতিপক্ষকে বোলিংয়ে কাবু করার মন্ত্র হয়তো দুই দলই আয়ত্ত করে নিয়েছে।

বাংলাদেশ দলের আজকের একাদশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’কে পাওয়া নিয়ে শঙ্কা আছে। দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পান শান্ত। এর ফলে আজ তাকে মাঠে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত জানা যায়নি। যদি আজ শান্ত খেলতে না পারেন, সেক্ষেত্রে অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। আর শান্ত’র জায়গায় সুযোগ মিলতে পারে জাকির হাসানের।

আজ বিকেল ৪ টায় সিরিজ নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | আফগানিস্তান