ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরাইলকে সম্মান দেখাতে হবে জানিয়ে সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেছেন, ইরানের ভূখণ্ডে ইসরাইল হামলা করতে পারবে না।
সোমবার (১১ নভেম্বর) দেশটির রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব লিগ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ শীর্ষ সম্মেলনে এসব কথা তিনি।
সৌদি যুবরাজ সালমানের এই মন্তব্য সুন্নি অধ্যুষিত সৌদি আরব ও শিয়া অধ্যুষিত ইরানের মাঝে নতুন সম্পর্কের আভাস দিচ্ছে বলে ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি’র প্রতিবেদনে বলা হচ্ছে।
গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার জন্য বিশ্বের সব দেশের প্রতি এদিন আহ্বান জানান মুহাম্মদ বিন সালমান।
ইসরাইলি হামলায় ফিলিস্তিনের গাজা ও লেবাননে যে সংকট দেখা দিয়েছে, তার সমাধান টানতে এই সম্মেলন ডাকা হয়েছে।
সম্মেলনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু, লেবাননের প্রেসিডেন্ট নাজিব মিকাতিসহ আরব লিগ ও ওআইসির সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনএস/