শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সমতায় আসার পর দুঃসংবাদ পেলেন নিউজিল্যান্ড পেসার লোকি ফার্গুসন। চোটের কারণে ৩৩ বছর বয়সী এই পেসারকে ওডিআই সিরিজ না খেলেই দেশে ফিরতে হচ্ছে। খুব সম্প্রতি হ্যামস্ট্রিং চোট থেকে ফিরেছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ফার্গুসন। এই ম্যাচ দিয়েই লঙ্কানদের সঙ্গে সিরিজে সমতায় ফেরে নিউজিল্যান্ড। মূলত সেই ম্যাচে নিজের দ্বিতীয় ওভার করতে গিয়ে অস্বস্তি বোধ করেন এই পেসার। পরবর্তীতে মাঠ ছেড়ে উঠে যেতে হয় তার। জানা যায়, কাফ ইনজুরিতে ভুগছেন ফার্গুসন।
নিউজিল্যান্ড দলের প্রধান কোচ গ্যারি স্টিড জানান, ‘আমরা লোকির জন্য হতাশ। সে মাত্র দুই ওভারেই দেখিয়েছে, বল হাতে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এই দলে সে নেতৃত্বের ছাপ এনেছে, তাকে ওয়ানডে সিরিজে মিস করব।‘
এরমধ্যে ফার্গুসনের বদলি হিসেবে অ্যাডাম মিলনে’কে দলে ডাকা হয়েছে।
এম এইচ//