আন্তর্জাতিক

ইসরাইলের বিরুদ্ধে ফ্রান্সের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট ছবি: সংগৃহীত

জেরুজালেমে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর আচরণের কারণে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ফ্রান্স রীতিমতো ক্ষুব্ধ। সম্প্রতি একটি ফরাসি-নিয়ন্ত্রিত স্থানে সশস্ত্র ইসরাইলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও দুই ফরাসি কূটনীতিককে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ফ্রান্স। এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্য কঠোর সতর্কতা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।   

গেলো ৭ নভেম্বর, জেরুজালেমের মাউন্ট অব দ্য অলিভসে অবস্থিত প্যাটার নস্টার চার্চ কম্পাউন্ড পরিদর্শনে যান ফরাসি কূটনীতিক মর্যাদার দুই কর্মকর্তা। এই সফর চলাকালে ইসরাইলি পুলিশ তাদেরকে আটক করে। বিষয়টি ফ্রান্সের জন্য অপমানজনক ও উদ্বেগজনক বলে বিবেচিত হয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট সরাসরি ইসরাইলকে সতর্ক করে জানিয়েছেন, ফ্রান্স এই অঞ্চলে ইসরাইলি সশস্ত্র বাহিনীর প্রবেশ কখনোই মেনে নেবে না। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা নিশ্চিত করতে দেশটি ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করে কঠোর বার্তা দিয়েছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন জেরুজালেমে | ইসরাইলি | ফ্রান্স