বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। যার প্রথমটি অনুষ্ঠিত হবে আজ বুধবার (১৩ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ-মালদ্বীপ এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় ৮ টি। মালদ্বীপ জয়ী হয়েছে ৬ টি ম্যাচে। আর ড্র হয়েছে ৪ বার। এই সিরিজ প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশের জন্য এশিয়া কাপ বাছাইয়ের ড্রতে সুবিধাজনক পটে থাকার লড়াইও।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না অধিনায়ক জামাল ভুঁইয়াকে। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব পালন করবেন তপু বর্মন।
এই ম্যাচ দুটি জিতে বছর শেষ করতে চায় বাংলাদেশ। সেই সাথে হাবিয়ে কাবরেরা দলের লক্ষ্য ম্যাচ জিতে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি করা। যাতে এএফসি বাছাইয়ে পট থ্রি-তে থাকতে পারে বাংলাদেশ।
অন্যদিকে এক বছরের বেশি সময় আন্তর্জাতিক ফুটবলের বাইরে মালদ্বীপ। দলটি সবশেষ ম্যাচ খেলেছিলো বাংলাদেশের বিপক্ষে এই কিংস অ্যারেনাতেই।