রিমাণ্ডে মাকে হত্যার অভিযোগে অস্বিকার করেছে র্যাবের হাতে গ্রেপ্তার সাদ ইবনে আজিজার। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে সাদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গ্রেপ্তার সাদের পক্ষে কোন আইনজীবী জামিন শুনানি করেনি৷
এদিকে উম্মে সালমা হত্যা মামলায় ঘটনা নতুন মোড় নিয়েছে। এ হত্যাকাণ্ড ও লাশ ফ্রিজের রাখার ঘটনায় র্যাব নিহতের সন্তানকে দায়ী করলেও। পুলিশ বলছে ভিন্ন কথা।
পুলিশ জানায়, ছেলে নয়, বাসার ভাড়াটিয়ার হাতে খুন হন উম্মে সালমা। এ ঘটনায় অভিযুক্ত মাবিয়া আক্তার ও দুই সহযোগীকে গ্রেপ্তারের পর রহস্য উন্মোচন করে পুলিশ। বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পায় পুলিশ। এতেই মেলে চাঞ্চল্য তথ্য। রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করে সাদ।
সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে হত্যার রহস্যে জট। প বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেয়ায় এবং বাসা ছাড়তে বলায় সালমাকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
আই/এ