আইন-বিচার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালের জিজ্ঞাসাবাদ

জুলাই অভ্যুত্থানের গণহত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা যায়, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে গেল ১২ নভেম্বর জিয়াউল আহসানকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সেদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, সাবেক এ সেনা কর্মকর্তার বিরুদ্ধে হত্যা, গণহত্যায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তে প্রাপ্ত তথ্য যাচাইয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী শাহজাহান আলীসহ ছয় জন নিহত হন। ওই ঘটনায় নিউমার্কেট থানা-পুলিশ সন্দেহভাজন অজ্ঞাতনামা কিছুসংখ্যক লোকের নাম দিয়ে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ পায়।

প্রসঙ্গত, গেলো ১৫ অগাস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করে পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন জিয়াউল আহসান