‘নেইমারকে পালমেইরাসে চাই না। কারণ, এই ক্লাব কোনো মেডিকেল সেন্টার নয়। আমি এমন একজনকে চাই, যে দ্রুতই দলে যোগ দিতে পারবে, কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে পারবে। আনফিট কাউকে ক্লাবে সই করা আমি মেনে নেব না।’
নেইমার জুনিয়রকে নিয়ে এমন তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান সুপারস্টারকে নিয়ে এমন মন্তব্য করেছেন ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক।
সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের জুনে। এরপর নেইমার সৌদি ছেড়ে অন্য কোথাও যোগ দিবেন কিনা তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
বেশ কিছু পত্রিকার তথ্য মতে শৈশবের ক্লাব সান্তোসেই ফিরবেন নেইমার। আবার কখনো গুঞ্জন উঠছে ইন্টার মায়ামিতেও যেতে পারেন সাবেক এই পিএসজি তারকা।
তবে যেখানেই যাক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে যাওয়ার যে সম্ভাবনা নেই তা স্পষ্ট দলটির সভাপতি কথায়।
এদিকে প্রায় এক বছর চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু মাঠে ফিরেই দ্বিতীয় ম্যাচে আবার চোটে পড়ে এক মাসের জন্য ছিটকে গেছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার।