গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় এলাকাবাসী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় উত্তেজিত শ্রমিকেরা অ্যামাজন নিটওয়্যার নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করেন।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে চন্দ্রা-নবীনগর সড়ক সংলগ্নে এসব ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫ থেকে ১০ জন আহতের খবর পাওয়া গেছে। তারা স্থানীয় একাধিক ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আজ সকাল সাড়ে ৮টায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এই অবরোধের ফলে পাশের ডরিন নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ডরিন কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এক পর্যায়ে শ্রমিকরা দোকানপাটে হামলার চেষ্টা করলে স্থানীয় গ্রামবাসীরা তাদের ধাওয়া দেয়। এতে এলাকাবাসীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়।
এরপর শ্রমিকরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মহাসড়কে অবস্থা নেন। এরপর ক্ষুব্ধ শ্রমিকেরা জিরানী এলাকার অ্যামাজন নিটওয়্যার নামের একটি পোশাক কারখানায় আগুন ধরিয়ে দেন। পাশের বাড়িগুলোতেও এই আগুন ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, ঘটনা জানতে পেয়ে কাশিমপুর থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নেভানো হবে।
এম এইচ//