বিনোদন

সৌদি আরবে প্রথমবার কনসার্ট করতে যাচ্ছেন জেমস

বিনোদন ডেস্ক

নগরবাউল ব্যান্ডের কণ্ঠশিল্পী মাহফুজ আনাম জেমস ছবি: সংগৃহীত

জনপ্রিয় রক ব্যান্ড নগরবাউলের প্রধান জেমস এবার প্রথমবারের মতো সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন। সৌদি সরকারের উদ্যোগে আয়োজিত রিয়াদ সিজন-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ২২ নভেম্বর রিয়াদের আল-সুওয়াইদি পার্কে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। 

নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর জানিয়েছেন, সৌদি সরকারের আমন্ত্রণে জেমস এবং তার দল এই প্রথমবার সৌদিতে গান পরিবেশন করবেন। এর আগে তারা বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন, তবে সৌদি আরব এই তালিকায় নতুন সংযোজন।

এই বিশেষ কনসার্টের জন্য নগরবাউল দল ২০ নভেম্বর বাংলাদেশ ছাড়বে। কনসার্টে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি ও অন্যান্য দর্শকরা বিনামূল্যে অংশ নিতে পারবেন। পুরো আয়োজনটি বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যেই সাজানো হয়েছে।

সৌদি আরবে বসবাসরত জেমসের ভক্তদের জন্য এটি হবে একটি স্মরণীয় মুহূর্ত।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন জেমস | সৌদি আরবে কনসার্ট