বলিউডে সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান সম্প্রতি অবসাদগ্রস্ত ভাবেই কঠিন সময় পার করছেন। গেলো পাঁচ বছর ধরে তিনি এই লড়াই করে যাচ্ছেন। ইরা জানিয়েছেন , তার বাবা আমির খান ও মা রীনা দত্তের বিবাহবিচ্ছেদের প্রভাব তার মানসিক অবস্থায় গভীর ছাপ ফেলেছেন। তবে ইরা বাবা আমির খানকে সঙ্গে নিয়ে মনোবিদদের কাছে গিয়ে থেরাপি নিচ্ছেন বলে জানা যায়। এই অভিজ্ঞতায় উপকৃত হয়েছেন দু’জনেই।
ইরা জানিয়েছেন, প্রতি আট থেকে দশ মাস অন্তর তার অবসাদ বাড়ে। এর পেছনে তার বাবা-মা আমির খান ও রীনা দত্তের বিবাহবিচ্ছেদকে তিনি একটি বড় কারণ হিসেবে দেখেন। আমির কন্যার মতে, তাদের পরিবারে মানসিক স্বাস্থ্যের সমস্যা বংশগত হতে পারে। তবে বিয়ের পর থেকে তিনি কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন।
নিজের মানসিক সমস্যার কথা প্রথমবার প্রকাশ্যে এনে মিস্টার পারফেক্ট বলেন, 'আমি এত দিন ভাবতাম, আমি যথেষ্ট বুদ্ধিমান, সব সিদ্ধান্ত নিজেই নিতে পারি। কিন্তু এখন বুঝেছি, নিজের মনকে বোঝা আসলে খুব কঠিন। মনোবিদের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ'।
খান আরও বলেন, সম্প্রতি সময়ে পেশাগত ব্যর্থতা ও ব্যক্তিগত জীবনের চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অভিনয় থেকে অবসর নেয়ার কথাও ভেবেছিলেন। তবে ছেলেমেয়ের সমর্থন তাকে সেই সিদ্ধান্ত থেকে বিরত রেখেছে।
সম্প্রতি ইরা তার বাবা-মায়ের সহযোগিতায় 'অগস্ত্য ফাউন্ডেশন' প্রতিষ্ঠা করেছেন। মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের সাহায্য করাই এই সংগঠনের লক্ষ্য।
আমির মনে করেন, ভারতে এখনও মানসিক সমস্যার বিষয়টিকে একটি ট্যাবু হিসেবে দেখা হয়। তিনি বলেন, "থেরাপি অত্যন্ত শক্তিশালী। মানসিক সমস্যা মানেই পাগলামি নয়। আমি চাই সবাই এ নিয়ে খোলামেলা আলোচনা করুক এবং প্রয়োজনে সাহায্য নিক। এতে নিজেই উপকৃত হবেন।"
জেডএস/