খেলাধুলা

পাকিস্তানে দৃষ্টিহীনদের বিশ্বকাপে অংশ নেবে না ভারত

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানে দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। ভারতীয় সরকার থেকে ছাড়পত্র না পাওয়ায় এই টুর্নামেন্টে অংশ নেয়া হচ্ছে না দেশটির।

সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনে ভারতের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানে আসার ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত পাওয়া গেছে। এবার দৃষ্টিহীনদের বিশ্বকাপ সামনে রেখে ভারত তাদের চূড়ান্ত সিদ্ধান্তই জানিয়ে দিয়েছে।

টুর্নামেন্টটি আগামী ২২ নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত চলবে।

দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া (সিএবিআই) জানায় ‘এটা একটা বিশেষ ধাক্কা দলের জন্য। সিএবিআই সরকারের এই ভাবনা ও সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান করে।‘

এদিকে আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে ভারতের অংশ নেয়া নিয়ে নানারকম কথাবার্তা চলছিল। অবশ্য গত ৯ নভেম্বর ভারতীয় বোর্ড আইসিসি’কে জানিয়েছে, তারা পাকিস্তানে ভ্রমণ করবে না। যা ভারতীয় সরকারের পরামর্শক্রমেই সিদ্ধান্ত নেয়া হয়।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান | আইসিসি