টি-টোয়েন্টি সংস্করণে শীর্ষ অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। আইসিসি প্রকাশিত সবশেষ র্যাংকিং জানান দিচ্ছে, ভারতীয় এই অলরাউন্ডার এখন তালিকায় সবার ওপরে।
লিয়াম লিভিংস্টোনকে সরিয়ে এখন এক নম্বর অলরাউন্ডার হার্দিক। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাট-বলে দারুণ পারফর্ম করেছেন তিনি। আর সেই পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন এই অলরাউন্ডার।
প্রোটিয়াদের বিপক্ষে ৩-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৯ রান নিয়ে অপরাজিত ছিলেন হার্দিক। সিরিজ জয়ের ম্যাচটিতে ৩ ওভার বল করে ৮ রান দিয়ে ঝুলিতে ভরেন ১ উইকেট।
হার্দিক ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে তালিকার এক নম্বরে উঠে এসেছেন। তার ক্যারিয়ারে এই ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। চলতি বছরের জুলাইয়ে প্রথমবার অলরাউন্ডার তালিকার শীর্ষে ওঠেন হার্দিক। সেসময় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স ভূমিকা রেখেছিল তার উন্নতিতে।
এম এইচ//