আন্তর্জাতিক

৬০ হাজার বাতি দিয়ে আলোকিত যে বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

জার্মানির দক্ষিণ-পূর্বে বাভারিয়া রাজ্যের একটি বাড়িতে ক্রিসমাস অনুষ্ঠানের প্রস্তুতিতে ৬০,০০০-এরও বেশি এলইডি লাইট ব্যবহার করে আলোকসজ্জা করা হচ্ছে। অথচ এই আলো জ্বালাতে কোন বিদ্যুৎ খরচ নেই। 

এই আলোকসজ্জা সম্পূর্ণভাবে চলে সূর্যের শক্তিতে! বড়দিন উপলক্ষ্যে এক মাস আগে এই আলোয় আলোকিত বাড়িটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। 

একটি ভিডিওতে দেখা যায়, বাড়ির মালিক অলিভার শট নিজের বাড়িতে আলো ও সাজসজ্জা করছেন। আর তার সাজানো রঙিন আলো পুরো এলাকাকে আলোকিত করেছে। বাড়ির বিভিন্ন জায়গায় সান্তা ক্লজ তার স্লেইজ নিয়ে উড়ছে।  আর অন্যান্য ক্রিসমাস সাজসজ্জাও ছড়িয়ে আছে বাড়ির চারপাশে।

অলিভার জানিয়েছেন, প্রতি বছরের তুলনায় এ বছর বাড়ি সাজাতে একটু বেশি সমস্যা হয়েছে। কারণ গুদামে রাখা এলইডি লাইটগুলোর ওপর পানি পড়েছিল। তিনি বলেন, "প্রায় ২০টি লাইট চেইন পানির নিচে পড়ে থাকায় নষ্ট হয়ে গেছে। এজন্য তাকে কিছুটা বেশি খরচ করতে হয়েছে। নতুন বাতি কিনতে হয়েছে।

তারপরও তিনি খুশি।

অলিভারের বাড়ির ছাদে থাকা "বড় ফটোভোলটাইক সিস্টেম" আলোকসজ্জায় সৌর শক্তির চাহিদা মেটাচ্ছে। এই আলোয় আলোকিত করতে বিদ্যুত বাবদ তার কোনো খরচ হচ্ছে না।

তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই তিনি নিজের ঘরে ক্রিসমাসের আলো সাজাতেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই শখ বাড়ির সব জায়গায় ছড়িয়ে গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে জানা গেছে, ১৭ নভেম্বর থেকে অলিভার প্রদর্শনীর জন্য  আনুষ্ঠানিকভাবে আলোগুলি চালু করেছেন। এ প্রদর্শনী চলবে ২০২৫ সালের ৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন স্থানীয় সময় বিকাল  ০৪:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত ওই বাড়িটি আলোকিত করে রাখা হবে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন আলোকিত বাড়ি | জার্মানি