ভারত থেকে ৫৬ টাকা ৫৯ পয়সা কেজিতে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। প্রতি টন ৪৭১ দশমিক ৬০ মার্কিন ডলার হিসাবে এ চাল কিনতে ব্যয় হবে ২ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮২ কোটি ৯৬ লাখ টাকা। সেই হিসাবে প্রতি কেজি চালের দাম পড়বে ৫৬ টাকা ৫৯ পয়সা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চাল আমদানির জন্য উন্মুক্ত দরপত্র ডাকা হলে পাঁচটি আবেদন জমা পড়ে এবং সবার প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। শেষ পর্যন্ত সর্বনিম্ন দরদাতা হিসেবে চাল সরবরাহের কাজ পায় এসএইএল অ্যাগ্রি কমোডিটিজ লিমিটেড।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করে দুই কার্গো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে বৈঠকে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৬৬ কোটি ৬৪ লাখ টাকা। কাজ পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড। এ কোম্পানি প্রতি এমএমবিটিইউর দাম নেবে ১৪ দশমিক ৫৫ মার্কিন ডলার।
এএম/