খেলাধুলা

অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ আকবর

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগের দল রংপুর বিভাগের অধিনায়ক আকবর আলী দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন। মাঠে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য এই নিষেধাজ্ঞার আওতায় এসেছেন আকবর। পাশাপাশি তাকে ম্যাচ ফির ৯৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

জানা যায়, রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বরিশাল-রংপুর ম্যাচ চলছিল। সেখানে ফিল্ডিংয়ের সময় আম্পায়েরর সঙ্গে লম্বা সময় তর্ক করেন আকবর। অতিরিক্ত আবেদন করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এটি ম্যাচের তৃতীয় দিনের ঘটনা এবং এই কারণে তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।

ম্যাচের চতুর্থ দিনে ঘটেছে আরেক ঘটনা। মধ্যাহ্ন বিরতির আগে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এতে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন উইকেটের পেছনে দায়িত্ব পালন করা আকবর। বিরতিতে গিয়ে ড্রেসিংরুমে রাগ উগড়ে চেয়ারে লাথি মারেন এই ক্রিকেটার, এতে চেয়ারটি ভেঙে যায়।

এই ঘটনায় আচরণবিধি লেভেল-২ এর ধারা ভেঙেছেন আকবর। যার অপরাধে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে। এর পাশাপাশি ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা ও ৪ টি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামে।

সবমিলিয়ে ৯৫ শতাংশ ম্যাচ ফি জরিমানায় পড়েছেন আকবর। অন্যদিকে এক ম্যাচে ৫ ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছে রংপুর অধিনায়ককে। ফলে রংপুর নিজেদের শেষ দুই ম্যাচে আকবরকে ছাড়াই মাঠে নামবে।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আকবর আলী | নিষেধাজ্ঞা | জাতীয় ক্রিকেট লিগ