আন্তর্জাতিক

ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) কোরাজুগুদা ও ভান্ডারপাদার জঙ্গলে এই অভিযান চালানো হয়।

শুক্রবার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টামসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

ছত্তীসগঢ় প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক সুন্দররাজ পি জানান, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সিআরপিএফের যৌথ দল মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত তথ্য পেয়ে অভিযান চালায়। অভিযানে মাওবাদীদের কাছ থেকে ইনসাস রাইফেল, একে-৪৭, এবং এসএলআরসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

এর আগের দিন, ওড়িশার মালাকানগিরি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন মাওবাদী নিহত হয়।ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন, নকশাল সমস্যা নির্মূলে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে।

তিনি বলেন, গেলো ১১ মাসে ২০০ নকশাল নিহত এবং প্রায় ৭০০ জন আত্মসমর্পণ করেছে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন বন্দুকযুদ্ধে | ০ মাওবাদী নিহত | ছত্তিশগড়ে