খেলাধুলা

সেঞ্চুরি হাঁকিয়ে তিলক ভার্মার বিশ্বরেকর্ড!

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

ভারতীয় ব্যাটার তিলক ভার্মার সময়টা দারুণ কাটছে। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সেই সিরিজের শেষ দুই ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিলক। পরপর দুই ম্যাচে সেঞ্চুরির পর সৈয়দ মুশতাল আলি ট্রফিতে মাঠে নেমেও সেঞ্চুরি করেন এই ব্যাটার।

এতে তৈরি হয়েছে একটি বিশ্বরেকর্ড। স্বীকৃত ক্রিকেটে টানা ৩ ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন তিলক ভার্মা।

রাজকোটে সৈয়দ মুশতাক আলী ট্রফির উদ্বোধনী ম্যাচ চলছিল। যেখানে মেঘালয়ার বিপক্ষে ৬৭ বলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হায়দ্রাবাদের তিলক। হায়দ্রাবাদের রান ২০ ওভারে ২৪৮ রানে পৌঁছে যায়। এই রান তাড়া করতে গিয়ে মেঘালয়া মাত্র ৬৯ রানে গুটিয়ে যায়। ফলে ১৭৯ রানের বড় জয় পায় হায়দ্রাবাদ।

তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৪ টি চার ও ১০ টি ছক্কা হাঁকিয়ে ১৫১ রান করেন তিলক। যেখানে তার স্ট্রাইকরেট ছিল ২২৫.৩৭।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে যথাক্রমে ১০৭ ও ১২০ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি তরুণ ব্যাটার।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন তিলক ভার্মা | ভারত | সেঞ্চুরি | বিশ্বরেকর্ড