ইসরাইলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন শহর লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র আন্দোলন হিজবুল্লাহ। প্রথমবারের মতো দক্ষিণ ইসরাইলের আশদোদ নৌ ঘাঁটিতে এক ঝাঁক ড্রোনসহ ক্ষেপণাস্ত্র হামলা হামলা চালায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি। আরেক বিবৃতিতে বলা হয়, তারা তেল আবিবের এক সামরিক লক্ষ্যবস্তুতে উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যারেজ এবং ড্রোন হামলা চালিয়েছে।
ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল’র প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর ভয়াবহ হামলায় বেশ কয়েকজন ইসরাইলি গুরুতর আহত হয়েছেন। পেটাহ টিকভাতে রকেটের আঘাতে কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। এছাড়া ভারী আক্রমণে হাইফায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।রকেটের আঘাতে উত্তরাঞ্চলীয় শহর মা’লোত-তারশিহার একটি কারখানারও ক্ষতি হয়েছে।
ইসরাইলের মেডিকেল এজেন্সিগুলো মার্কিন সংবামাধ্য ফরাসি সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ইসরাইলে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। ইসরাইলি সংবাদমাধ্যমে যে সব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইসরাইলি সেনাবাহিনী এএফপিকে হামলার বিষয়টি স্বীকার করে বলেছে, হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রায় ২৫০টি ক্ষেপণাস্ত্র লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটিকে গুলি অকেজো করে ফেলে ইসরাইলি বাহিনী।
ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহ গেলো ২৪ সেপ্টেম্বর থেকে কমপক্ষে ৩৫০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলে।
এমআর//