আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৬২৪ , মৃত্যু ২

দেশে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৬২৪ , মৃত্যু ২

সবশেষ হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় দুইজন মারা গেছে। এ সময়ে দেশে গেলো ২৪ ঘন্টায় ৬২৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪০৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে বাকি ২১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আজ সোমবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ৪৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে  ১ হাজার ৮৩৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬০৫ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৮ হাজার ৬৮৪ জন। সবশেষ হিসাব অনুযায়ী এ বছর ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।

মেঘ

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | একদিনে | ডেঙ্গুতে | আক্রান্ত | ৬২৪ | | মৃত্যু | ২