শিশু স্বাস্থ্য

৯৬২ দিন পর বাড়ি ফিরছে নূহা ও নাবা

ছবি: সংগৃহীত

৯৬২ দিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কুড়িগ্রামে নিজ বাড়িতে ফিরছেন জোড়া লাগানো অবস্থায় জন্ম নেয়া দুই বোন, নাফিসা আলিয়া নূহা ও নাফিয়া আলিয়া নাবা। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা হয়। যা ছিলো বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞান ইতিহাসে এ এক বিরল সাফল্য।

নূহা ও নাবা জন্মেছিল মেরুদণ্ড জোড়া লাগানো অবস্থায়। শরীরের পেছন ও নিচের দিকে থেকে যুক্ত ছিল তারা। দুজনের পায়খানার পথও এক ছিল। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এদের বলা হয় ‘কনজয়েন্ট টুইন পিগোপেগাস’। মাত্র ১৪ দিনের বয়সে তাদের ভর্তি করা হয় বিএসএমএমইউ-তে। এখানেই তারা হাঁটতে ও কথা বলতে শিখেছে। হাসপাতালের ভিআইপি কেবিনকেই তারা নিজেদের বাড়ি বলে জানত।



চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ হোসেন জানান, তাদের মেরুদণ্ড আলাদা করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত আটটি অস্ত্রোপচার হয়েছে। আরও একটি বাকি, যা সফল হলে তারা স্বাভাবিকভাবে পায়খানা করতে পারবে।



নূহা ও নাবার মা-বাবা এখন বড় অর্থনৈতিক সংকটে। তাদের বাবার চাকরি নেই, ৬ লাখ টাকা ঋণ আর মাসে ১২ হাজার টাকার চিকিৎসা খরচ সামলানো কঠিন। তবু মেয়েদের সুস্থতা নিয়ে তারা আশাবাদী।



এ পর্যন্ত ৫১ লাখ টাকার চিকিৎসা খরচ হয়েছে। এর মধ্যে ১৫ লাখ টাকা অনুদান এসেছে, বাকিটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করেছে। ভবিষ্যত চিকিৎসাতেও তারা পাশে থাকবে বলে জানিয়েছে। আজ সকালে বাবা মাসহ  অ্যাম্বুলেন্সে  করে কুড়িগ্রামের পথে রওনা দেয় নূহা ও নাবা ।

জেডএস/