আন্তর্জাতিক

পিছু হটলো ইমরান খানের দল পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক

ব্যাপক ধরপাকড় আর দমন পীড়নের মুখে পিছু হটেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই)। বুধবার (২৭ নভেম্বর) তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন দলটির শীর্ষ নেতারা।  

কর্মসূচি প্রত্যাহারের কারণ হিসেবে পিটিআই সরকারের বর্বরতাকে দায়ী করছে। তবে দেশটির সাবেক ক্ষমতাসীন দলটি বলেছে, তারা দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে।

এরা আগে মঙ্গলবার দিবাগত রাতে পিটিআইয়ের নেতা–কর্মীরা বিক্ষোভ করতে ইসলামাবাদের ডি–চকে পৌঁছে যায়। তবে নিরাপত্তা বাহিনীর ধরপাকড়ের মুখে বেশিক্ষণ টিকতে পারেনি ইমরানের দল।  

ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে ডি-চকে সমাবেশের ডাক দেয় পিটিআই।

পিটিআইয়ের এই কর্মসূচিকে ‘চূড়ান্ত ডাক’ অভিহিত করে দলীয় সব নেতা-কর্মীকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান খান। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে গত রোববার ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন নেতা-কর্মীরা। এই গাড়িবহরে ছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও।

সমাবেশ ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজধানী ইসলামাবাদ। সমাবেশে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। বিক্ষোভে মারা যায় ৭ জন। আটক করা হয় দলটির কয়েক হাজার নেতাকর্মীকে। 

 

এনএস/ 

 

  

এ সম্পর্কিত আরও পড়ুন ইমরান খানের