খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

‘ভারত পাকিস্তানে খেলতে চায় না’, যা বললো পিসিবি

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

অসমতা চান না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন হবে পাকিস্তানে, সেখানে ভারতের অংশ নেয়া নিয়ে এখনো নানা ধোঁয়াশা আছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, তারা পাকিস্তানে যেতে আগ্রহী নয়।

শুক্রবার (২৯ নভেম্বর) এই সব বিষয় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সভা ডেকেছে।

এরমধ্যে পিসিবি চেয়ারম্যান নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা সম্ভব নয় যে, পাকিস্তান সবসময় যাচ্ছে, ভারতে সব টুর্নামেন্ট খেলছে। ওদিকে ভারতীয় প্রশাসন তাদের দলকে পাকিস্তানে পাঠাতে ইচ্ছুক নয়। আমরা এরকম অসমতার কোনো পরিস্থিতি দেখতে চাই না।‘

আইসিসির ভার্চুয়াল সভায় পিসিবির ভূমিকা নিয়ে নাকভি বলেছেন, ‘আমি এটা নিশ্চিত করতে পারি যে, সভাতে যাই হোক না কেনো, আমরা ভালো খবর নিয়েই ফিরবো- এবং যে সিদ্ধান্ত আমাদের জনগণের জন্য গ্রহণীয় হবে, তেমন কিছুই।‘

 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান | পিসিবি | মহসিন নাকভি