বাংলাদেশ

যে কারণে চিন্ময়সহ ইসকন সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাব স্থগিত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চিন্ময় কৃষ্ণ দাসসহ ইসকন সংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্যাংক হিসাবগুলোর লেনদেন স্থগিতের নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পাঠিয়েছে বিএফআইইউ।

বিএফআইইউ জানিয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে ইসকন ও এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং তাঁদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। 

একইসাথে তাঁদের মালিকানাধীন সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব ব্যাংক হিসাব–সংক্রান্ত তথ্য, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম থেকে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী তিন কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশও দিয়েছে বিএফআইইউ।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর, গত ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।

অবশ্য চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে ইসকন। সংগঠনটির দাবি, কয়েকমাস আগেই চিন্ময়কে ইসকনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এম এইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন চিন্ময় কৃষ্ণ দাস | ব্যাংক হিসাব | স্থগিত | ইসকন