বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এমপি বব ব্লাকম্যান।
বৃহস্পতিবার( ২৮ নভেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে এই নিন্দা জানান হ্যারো ইস্ট এলাকা থেকে নির্বাচিত এই এমপি। এমনটি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল(এএনআই)।
পার্লামেন্টে বক্তব্যের একটি ভিডিও বব ব্ল্যাকম্যান তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে করে লিখেছেন, “আজকে, আমি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ও চিন্ময় কৃষ্ণ দাসকে বন্দি করার ঘটনার নিন্দা জানিয়েছি। এছাড়া ইসকনকে নিষিদ্ধের বিষয়টিতেও বেশ উদ্বিগ্ন। পৃথিবীব্যাপী ধর্মীয় স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে।”
ব্ল্যাকম্যান আরও বলেন, “আধ্যাত্মিক নেতাকে গ্রেপ্তার ও বাড়িঘর জ্বালিয়ে দেয়ার মাধ্যমে বাংলাদেশে হিন্দুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া হচ্ছে। আর এসব ঘটনা খতিয়ে দেখার দায় অবশ্যই ব্রিটেনের আছে, কেননা দেশটি বাংলাদেশের স্বাধীনতার সময় সাহায্য করেছে।”
এনএস/