দেশজুড়ে

৩৩০ ব্যক্তিকে চট্রগ্রাম নগরীতে প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা

৩৩০ ব্যক্তিকে দুষ্কৃতকারীঘোষণা করে নগরীতে তাদের প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এসব ব্যক্তিদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, এম এ লতিফ ও মহিউদ্দিন বাচ্চু।

শনিবার (১৭ জানুয়ারি) সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা গণবিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বর্তমানে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত এসব দুষ্কৃতকারীকে বহিষ্কার করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নগরীতে প্রবেশ বা অবস্থানের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে সতর্ক করা হয়েছে।

১২ পৃষ্ঠার এই তালিকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী থেকে শুরু করে ছিনতাইকারী, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের পলাতক সাবেক সংসদ সদস্যদের নাম রয়েছে।

এ ছাড়া, আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর এবং আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি ও সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নামও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আই/এ

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সিএমপি