খেলাধুলা

ধুঁকতে থাকা কিউইদের হয়ে নতুন মাইলফলকে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক

ছবি: জো অ্যালিসন/ গেটি ইমেজ

ইংল্যান্ডের পক্ষে ঘুরে আছে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ। স্বাগতিক দল নিউজিল্যান্ডের জন্য খুব বেশি সুখবর নেই। ৩১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল ইংল্যান্ড, থেমেছে ৪৯৯ রানে। এতে ১৫১ রানের লিড পেয়ে যায় দলটি। হ্যারি ব্রুক একাই খেলেছেন ১৭১ রানের ইনিংস।

ইংলিশদের লিড পেরিয়ে লক্ষ্যমাত্রা ছুড়তে হবে নিউজিল্যান্ডকে। তবে সেই লিড পেরোতে গিয়ে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানে দিন শেষ করেছে কিউইরা। এতে স্বাগতিকরা মাত্র ৪ রানের লিড অর্জন করে।

কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছেন। দলের পক্ষে ভরসা হয়ে অপরাজিত আছেন ড্যারিল মিচেল। তিনি ৯৯ বল খেলে ৩১ রানে অবস্থান করছেন। চতুর্থ দিনে বড় কিছু না হলে, অল্প লক্ষ্যমাত্রা হয়তো দাঁড় করাতে পারবে কিউইরা।

ইংলিশদের পক্ষে বল হাতে ক্রিস ওকস ও ব্রাইডন কার্স ৩ টি করে উইকেট নিয়েছেন।

এদিকে উইলিয়ামসন একটি রেকর্ড গড়েছেন। প্রথম কিউই ব্যাটার হিসেবে টেস্টে ৯ হাজার রান পূর্ণ করেছেন। এদিকে টেস্ট ক্যারিয়ারে ১ হাজার চারের মাইলফলক ছিল তার সামনে। তবে ৯৯৯ টি চারে আপাতত বিরতি নিতে হচ্ছে তাকে, হয়তো পরের ম্যাচ পর্যন্তই।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইংল্যান্ড | নিউজিল্যান্ড