খেলাধুলা

চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন আকমল

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এখন বৈশ্বিক ক্রিকেটে বারবার আলোচনার জন্ম দিচ্ছে। সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নানা নাটকীয়তা তৈরি হয়েছে। আগামী বছর পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। যেখানে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।

শেষপর্যন্ত সিদ্ধান্ত কী হয়, তা এখনো নিশ্চিত। এই অবস্থায় হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছে আইসিসি। তবে পাকিস্তানের পক্ষ থেকে অসম্মতি আছে এখানে। এসব নিয়ে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল।

টেলিকম এশিয়া স্পোর্ট’কে দেয়া এক সাক্ষাৎকারে আকমল বলেন, 'আইসিসিকে মাঝেমধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় এখন সঠিক সময় চিরস্থায়ী একটা সমাধানের পথে যাওয়া উচিত। ভারত পাকিস্তানে যাবে না বলে যদি চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে যায়, তবে ভারতে হওয়া আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের ভ্রমণ করার ব্যাপারেও একই প্যাটার্ন হওয়া দরকার।'

আকমল আরও বলেন, 'আমার মনে হয় দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ার আগে আইসিসির উচিত না ইন্দো-পাক ম্যাচের আয়োজন করা। যখন তারা একে অপরের সাথে খেলা শুরু করবে, তখন মাল্টি-ন্যাশনাল ইভেন্টগুলোতে তাদের খেলা উচিত।'

পাকিস্তানকে একটি শক্ত সিদ্ধান্ত নিয়ে, সেই সিদ্ধান্তে অটল থাকার পরামর্শ দিয়েছেন আকমল।

এম এইচ//

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | পাকিস্তান | চ্যাম্পিয়নস ট্রফি | কামরান আকমল