বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে কোন সংস্কার টিকে থাকবে না। রাতারাতি কোন সংস্কারও হবে না। সংস্কারের উদ্দেশ্য হতে হবে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারছি কিনা।
শনিবার (৩০ নভেম্বর) এনডিএমের আয়োজনে মহাখালীর ব্র্যাক সেন্টারে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
এ বিএনপি নেতা বলেন, বিচার বিভাগের সংস্কার দেশের জনগণের স্বার্থে খুবই জরুরি। যে সংস্কারের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যমত আছে তা এখন করা যেতে পারে।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে দেশের জনগণ যদি বিএনপিকে রায় দেয় তাহলে সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
তিনি আরও বলেন, স্বাধীন দেশে মুক্তভাবে মানুষ এখন কথা বলতে পারছে। আন্দোলন পরবর্তী জনগণের মাঝে যে আকাঙ্ক্ষা জেগেছে তার বাইরে গিয়ে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না। জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় একটা ফ্যাসিজম তৈরি হয়েছিলো।
ভারতে সাথে সাম্প্রতিক ঘটনা নিয়ে তিনি আরও বলেন, পাশ্ববর্তী দেশের ঘটনার বিষয়ে রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে ,তবে ধর্মীয়ভাবে দেখানো হচ্ছে না। এমন বাংলাদেশই আমরা চেয়েছিলাম। ভারতের মিডিয়াগুলোতে যেসমস্ত প্রচারণা চলছে তা একেকটা সময় ধৈর্যের শেষ সীমায় চলে যায়।
আই/এ