ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও সংগঠনটির পররাষ্ট্র নীতির প্রধান কাজা ক্যালাস সংহতি প্রকাশ করতে ইউক্রেন সফরে গেছেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তারা এই সফরে যান। রোববার (১ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, কিয়েভ পৌঁছে তারা যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রতি ইইউ’র অটুট সমর্থনের বার্তা পুনর্ব্যক্ত করেছেন।
কস্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুদ্ধের প্রথম দিন থেকেই ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের পাশে রয়েছে। ইউক্রেনের জয়ের জন্য যা কিছু প্রয়োজন, তা করতে প্রতিশ্রুতি দিয়েছে ইইউ।
রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে, এবং শীতকালে বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাচ্ছে। এ পরিস্থিতিতে ইউক্রেনকে সমর্থনের বিষয়ে মার্কিন নীতির অনিশ্চয়তার কথা উঠে এসেছে।
ইইউ জানিয়েছে, তারা ইউক্রেনের জন্য ১৩৩ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। তবে ভবিষ্যৎ সহায়তা ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে অনিশ্চিত হতে পারে।
ক্যালাস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য পরিষ্কার ইউক্রেনের জয় নিশ্চিত করা। সোভিয়েত-পরবর্তী অঞ্চল থেকে আসা ক্যালাস রাশিয়ার বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান নিয়েছেন।
এ সফর ইইউ-র দীর্ঘমেয়াদি সমর্থনের বার্তা পাঠালেও, যুদ্ধের দ্রুত সমাপ্তি ও সহযোগিতার প্রতিশ্রুতি এখনো প্রশ্নসাপেক্ষ।
জেডএস/