ভারতে চিকিৎসা নেয়ার আগে বাংলাদেশিদের দেশটির জাতীয় পতাকায় প্রণাম করতে হবে বলে জানিয়েছেন ভারতীয় এক চিকিৎসক। শেখর বন্দোপাধ্যায় নামে শিলিগুড়ির ওই চিকিৎসক এ বিষয়ে একটি বার্তা তাঁর ব্যক্তিগত চেম্বারে ঝুলিয়ে দিয়েছে। সেখানে লিখা হয়েছে, ‘প্রত্যেকে, বিশেষ করে বাংলাদেশি রুগীদের চেম্বারে প্রবেশের আগে পতাকায় (ভারতের) প্রণাম করতে হবে।’
রবিবার (১ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
শেখর বন্দোপাধ্যায় ইএনটি( নাক, কান ও গলা) বিশেষজ্ঞ হিসেবে শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে দায়িত্ব পালন করছেন।
তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, “আমাদের জাতীয় পতাকাকে বাংলাদেশে অস্মমান ও অপবিত্র করা হচ্ছে। এটা আমাকে অনেক কষ্ট দেয়। একজন ডাক্তার হিসেবে আমি কোন রুগীকে ফেরত দিতে পারি না। কিন্তু যারা আমার দেশে আসবেন তাদের অবশ্যই আমাদের দেশের পতাকা, মাতৃভূমিকে সম্মান করতে হবে। মনে হছে বাংলাদেশ তালিবানি মনমানসিকতায় ধারণ করছে।”
চন্দ্রনাথ অধিকারী নামের বীরভূমের আরেক শিশু রোগ বিশেষজ্ঞ পত্রিকাটিকে জানিয়েছেন, তিনি তাঁর ব্যক্তিগত চেম্বারে আর কোন বাংলাদেশি রুগীকে দেখবেন না। তিনি ফোনে পত্রিকাটিকে বলেন, “আমি বোলপুরের একটি সরকারী হাসপাতালে কাজ করছি। সেখানে আমি কোন রুগীকে ফেরত দিতে পারি না। কিন্তু আমার চেম্বারে এরকম করার অধিকার আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে, বাংলাদেশের কোন রুগীকে দেখব না।”
এনএস/