বাংলাদেশের জন্য খুব একটা সুখকর দিন যায়নি জ্যামাইকার স্যাবিনা পার্কে। ব্যাটিং ব্যর্থতার চিত্র আবারও ফুটে উঠলো। স্বস্তি কেবলমাত্র নাহিদ রানার বোলিংয়ে হয়তো খুঁজেছে সমর্থকরা। গতির ঝড়ে দিনশেষে একটি উইকেট সম্বল, যা ছিল নাহিদের ডেলিভারিতে। স্বাগতিকরা ১ উইকেট হারিয়ে ৭০ রানে অবস্থান করছে।
মাত্র ১৬৪ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শুরু করেছিল ২ উইকেটে ৬৯ রান নিয়ে। তবে একে একে বিদায় নিয়েছে বাংলাদেশের টপ ও মিডল অর্ডার। একদিকে সাদমান ইসলামের ৬৪ রান, অন্যদিকে মেহেদী হাসান মিরাজের ৩৬ রান- শেষ পর্যন্ত ২০০ রানও ছোঁয়া হয়নি সফরকারীদের।
এদিকে উইন্ডিজ ব্যাটারদের অবশ্য ভালো পরীক্ষা নিয়েছেন নাহিদ রানা। স্বাগতিকদের খেলা ৩৭ ওভারের মধ্যে ৯ ওভার করেছেন নাহিদ। যেখানে তার লাইন-লেন্থের সাথে গতির সামঞ্জস্য দেখা গেছে বেশ স্পষ্টভাবে। আর তাতে ব্যাটারদের অনেকখানি বেকায়দায় পড়তে হয়েছে।
মিকাইল লুইসকে চমৎকার এক ডেলিভারিতে ফিরিয়েছেন নাহিদ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৩৩ (১১৫) রানে, কেসি কার্টি ১৯ (৬০) রানে অপরাজিত আছেন।
এম এইচ//