ম্যানচেস্টার সিটি পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে ২-০ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে, যেখানে এমবাপ্পের পা থেকেও এসেছে গোল- যে গোলের অপেক্ষায় থাকে পুরো মাদ্রিদ।
অ্যানফিল্ডে পুরো নব্বই মিনিট সিটি দলের কাছ থেকে তেমন কোনো আক্রমণ পাওয়া যায়নি। অন্যদিকে লিভারপুল চেষ্টা করেছে সিটির পাশে যতটুকু বল টানা যায়। মাঠের পুরো নিয়ন্ত্রণ স্বাগতিকদের পক্ষেই ছিল।
ম্যাচের ১২ মিনিটেই মোহাম্মদ সালাহর দারুণ এক পাস থেকে গোল পেয়ে যান কোডি গাকপো। মাঝে বেশ কয়েকবার আক্রমণ করেও গোল করতে পারেনি লিভারপুল। এরপর ৭৮ মিনিটে গিয়ে সিটি গোলকিপার ওর্তেগার ফাউল থেকে পেনাল্টি পায় দলটি। সেই পেনাল্টি থেকে দলকে আরও এগিয়ে দেন সালাহ। শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
টেবিলের শীর্ষে থাকা লিভারপুল ১৩ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। অন্যদিকে ১৩ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান এখন টেবিলের পঞ্চম স্থানে। প্রিমিয়ার লিগের শেষ ৪ ম্যাচের চারটিতেই পরাজয়কে সঙ্গী করতে হলো গার্দিওয়ালাদের।
লাল লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের প্রথম গোলটি পেনাল্টি থেকে আদায় করে নিয়েছেন জুড বেলিংহাম। দ্বিতীয় গোলটি আসে এমবাপ্পের পা থেকে। শেষপর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
এম এইচ//