বাংলাদেশে সন্ত্রাসী হামলা হতে পারে জানিয়ে দেশটি ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার এই সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
এফসিডিও ভ্রমণ সতর্কতায় বলছে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে, যাঁদের ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে। নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা, সমাবেশসহ যেসব এলাকায় বিদেশি নাগরিক যাওয়া আসা করে সেসব জায়গায় এই হামলা হতে পারে।
সতর্কতায় আরও বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে মাঝে মধ্যে হামলার ঘটনা ঘটছে। এর মধ্যে বড় শহরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করেও হামলার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ কর্তৃপক্ষ পরিকল্পিত হামলা নস্যাৎ করতে অনবরত কাজ করছে। স্বল্প সময়ের নোটিশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
চারপাশ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্কতা অবলম্বন করতে হবে। বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি–সংবলিত অন্যান্য জায়গা এড়িয়ে চলুন। স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, যেমন চট্রগ্রামের পার্বত্য এলাকা ভ্রমণ করবেন না।
এনএস/