পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই ছুটি নিয়েছেন তিনি। এরমধ্যে আজ জানা গেলো, প্রথম সন্তানের বাবা হয়েছেন মোস্তাফিজুর।
বুধবার (৪ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই খবর জানিয়েছেন মোস্তাফিজ।
তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আমাদের একটি ছেলে সন্তান হয়েছে। মা ও বাচ্চা ভালো আছে। তাদেরকে আপনার দোয়ায় রাখবেন।
২০১৯ সালে নিজ জেলা সাতক্ষীরার মেয়ে সামিয়া পারভীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোস্তাফিজুর রহমান।
এম এইচ//