আর্কাইভ থেকে বাংলাদেশ

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

গাইবান্ধা-৫ ফুলছড়ি সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। এ জেলার ভোটাররা এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিচ্ছেন। 

বুধবার (১২ অক্টোবর) সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার ফুলছড়ি ও সাঘাটা নির্বাচন অফিস থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম ও নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। ১শ' ৪৫টি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে হবে এই উপ-নির্বাচন। একশ ৩৫টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।

এদিকে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বলে আশা প্রার্থীদের।

গেলো জুলাই মাসে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজরে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধা৫ | আসনের | উপনির্বাচনে | ভোটগ্রহণ | চলছে