মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বীমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থম্পসন গুলিতে নিহত হয়েছেন।স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) ভোরে নিউইয়র্কের ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে তাকে গুলি করে হত্যা করে এক বন্দুকধারী।
নিউ ইয়র্ক পুলিশ বলছে, ‘সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে’ ব্রায়ানকে হত্যা করা হয়েছে। ৫০ বছর বয়সী থম্পসনের শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। হত্যার কারণ এখনও জানতেন পারেনি পুলিশ।
পুলিশ আরও জানায়, সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। হামলার আগে হামলাকারীকে সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে।
হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী হন ব্রায়ান। ২০০৪ সাল থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন তিনি।