দেশজুড়ে

কৃষি জমিতে খাল খনন বন্ধের দাবিতে কৃষকের মানববন্ধন

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আমতলা বাজারে কৃষি জমিতে খাল খনন বন্ধে ও আবাদী জমি রক্ষার্থে প্রায় ৫ শতাধিক কৃষক মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে আমতলা বাজারে ভুক্তভোগী কৃষকসহ স্থানীয় লোকজন এ মানববন্ধনে অংশ নেন।

ভুক্তভোগী কৃষকরা বলেন, আমরা এই জমি চাষ করে পরিবার পরিজন বাঁচাই। এটা আমাদের প্রাণের দাবী। এই জমি যেন খনন না করা হয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।

কৃষক সহিদুল ইসলাম বলেন,এই জমিতে বোরো মৌসুমে বীজতলা করে বীজ রোপন করে হাজার হাজার মন ধান উংপাদন করা হয় এবং সেই ধান আমরা বিভিন্ন জেলায় সরবরাহ করি। এই জমি যদি খনন করা হয় তাহলে আমরা এলাকার মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাব। আমাদের প্রাণের দাবি এই জমি যেন খনন না করা হয়।

কৃষক মোবারক আলী বলেন, আমরা এই জমি  দিয়ে জীবিকা নির্বাহ করি, সংসার চালাই। খননের ফলে হাজার হাজার একর জমি আবাদের অনুপযোগী হয়ে পড়বে। তাই আবাদী কৃষি জমি যেন খনন করতে না পারে সে জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রাম | কৃষি জমি | খাল খনন | মানববন্ধন