নিজ নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, 'বাংলার ইতিহাস মূলত সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনের। সেই আবহমানকাল থেকে এই ভূখণ্ডের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে-অপরের পাশে দাঁড়িয়েছে। ধর্ম আমাদের উদারতা, মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতা শিক্ষা দেয়। আবার ধর্মের অপব্যাখ্যাই অনেক সময় মানুষে-মানুষে বিভেদ সৃষ্টি করে। তাই আমাদের ধর্মের মানবিক শিক্ষা গ্রহণ করে বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।'
আইনজীবীদের উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, 'আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদ প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেশবাসীর কাছে তুলে ধরবো।'
পারস্পারিক সহাবস্থান ও সম্প্রীতির মাধ্যমে জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নেয়ার প্রয়াস ব্যক্ত করেছেন সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ধর্মীয় বক্তা স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, উদযাপন পরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী। বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
এম এইচ//