আন্তর্জাতিক

গাজায় চলমান হামলায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ৪ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে। যেখানে আহতের সংখ্যা লক্ষাধিক।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আরও কমপক্ষে ৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছেছে। তথ্যটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলছে, চলমান এই হামলায় আরও অন্তত এক লাখ ৫ হাজার ৭৩৯ জন ব্যক্তি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ২০১ জন। এসব হামলায় এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে বা অবরুদ্ধ স্থানে আটকা পড়ে আছেন। যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাস থেকে হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ফিলিস্তিন | ইসরাইল