খেলাধুলা

বাংলাদেশ সিরিজের উইন্ডিজ দলে দুই পরিবর্তন

'চোটের কারণে ছিটকে গেছেন ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ'

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে দুইটি পরিবর্তন করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটে পড়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফকে পাচ্ছে না উইন্ডিজরা। তাদের জায়গায় দলে ঢুকেছেন মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস।

মিন্ডলে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২২ সালের ডিসেম্বরে। একটি টেস্ট ম্যাচই খেলেছেন তিনি। দুই বছর বিরতি দিয়ে তিনি আবারও দলে ফিরেছেন। এই ডানহাতি পেসার প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলেন।

অব্যদিকে ২২ বছর বয়সী ব্লেডস প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন ফোর্ড। তখন ঊরুতে চোত পান তিনি। সেখান থেকে এখনো পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে, সেরে উঠতে আরও কিছু সময় লাগবে।

বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ খেলতে গিয়ে চোট পান শামার জোসেফ। পায়ের নিচের অংশের হাড়ে ব্যথা অনুভূত হয় এধরনের চোটে। জোসেফকে পর্যবেক্ষণে রাখবে ওয়েস্ট ইন্ডিজ।

নভেম্বরে সুপার ফিফটি কাপে দারুণ বোলিং করেছেন দলে ডাক পাওয়া মিন্ডলে ও ব্লেডস। জ্যামাইকার হয়ে ৭ ম্যাচ খেলে ৬ ইনিংস বল করে টুর্নামেন্টের সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন মিন্ডলে। ওয়েস্ট ইন্ডিজ একাডেমির হয়ে ৫ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন ব্লেডস। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন মারকুইনো মিন্ডলে | জেডিয়া ব্লেডস