জাতীয়

লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ প্রবাসী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

লেবাননে চলমান যুদ্ধের কারণে আরও ১০৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর)  রাতে এসব বাংলাদেশি দেশে ফিরেন। এ পর্যন্ত ১৫টি ফ্লাইটে সর্বমোট ৯৬৩ জন বাংলাদেশি যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বৃহস্পতিবার রাতে ১০৫ জনকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, বৈরুত এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে।

এর আগে, গেলো ৩ ডিসেম্বর ৪০ জন এবং ৪ ডিসেম্বর ৬৪ জন দেশে ফিরেছেন।

বৈরুতে বাংলাদেশি দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে ফেরার জন্য লেবাননে ১ হাজার ৮০০ জনেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। 

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন লেবানন | প্রবাসী বাংলাদেশী