রাজনীতি

সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপস করবে না : ডা. শফিকুর রহমান

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামি কখনো আপস করেনি। এখন করছে না, ভবিষ্যতেও করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামির কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ বিভিন্ন গোলাপের গঠিত দেশ উল্লেখ করে জামায়াত আমির বলেন,  এই দেশের সব ধর্মের বর্ণের সমস্ত মানুষ মিলেমিশে আছে। কারণ বাংলাদেশ সবার। কোন সংখ্যালঘু ও সংখ্যাগুরু জামাত মানে না। বাংলাদেশের যারাই জন্মগ্রহণ করেছে তারাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি বা সংখ্যালঘু শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই-বোনদের ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়।

তিনি বলেন, আজকে বাংলাদেশের সবাই সোচ্চার হয়েছেন। তারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে। তখন জগন্নাথ হল থেকে হিন্দু ভাইয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। তারা জানিয়ে দিয়েছে,ভারত যা প্রকাশ করছে তা অসত্য, তা মিথ্যা। হিন্দুদের ব্যবহার করে ভারতের স্বার্থ হাসিল করতে তারা দেবে না।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম ব্যক্তিগতভাবে, দলগতভাবে কাউকে আঘাত করব না। আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া।  কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদের আরো বেশি সন্ত্রাসী করে তুলবে

কুমিল্লা বিভাগ প্রসঙ্গে জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। এটা একটা জুলুম। একটা এলাকার লোকদের ওপর নিঃসন্দেহে একটি জুলুম। অনেকগুলো জুলুমের মধ্যে এটাও একটা জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব কুমিল্লা বিভাগের তো সবকিছুই রেডি আছে। আপনারা মেহেরবানি করে তাদের এই হকটাকে দিয়ে দেন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ডা. শফিকুর রহমান