আইন-বিচার

রিমান্ডে আলিফ হত্যার প্রধান আসামি চন্দন ও রিপন

বায়ান্ন প্রতিবেদন

বাম থেকে চন্দন বর্মন ও ডানে রিপন দাস ছবি: সংগৃহীত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন বর্মনকে সাত দিনের রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।  

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, চন্দন ও রিপনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত চন্দন দাসের ৭ দিন এবং রিপনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

ওসি আবদুল করিম আরও জানানআলিফ হত্যার ঘটনায় প্রধান আসামি চন্দনসহ ৩১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে

গেলো বুধবার ভৈরব রেলস্টেশন থেকে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন বর্মনকে গ্রেপ্তার করে পুলিশ। অপর আসামি রিপন দাসকে চট্রগ্রামের বান্ডেল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়

গেলো ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নিয়ে যাওয়ার জন্য চিন্ময়কে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি চন্দন দাস। এছাড়া পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগে আরও চারটি মামলা হয়েছে

 জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন আলিফ হত্যা মামলা | চন্দন বর্মন | রিমান্ড